শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগতিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধানে র‌্যাব

আমজাদ হোসেন আমুরামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :[২] লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (১৫ মার্চ) উপজেলার রামগতিরহাট বাজারের মির রোডের রায়হান ওয়ার্কশপে র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ওয়ার্কশপের আড়ালে কারখানার একটি কক্ষে অস্ত্র তৈরি করা হতো বলে র‌্যাব জানায়। এ ঘটনায় তিনটি একনলা বন্দুক, দুটি এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকার বাসিন্দা মো. বাবলু (৩২) এবং একই এলাকার মো. আনোয়ার হোসেন (৫৬)।

[৪] র‌্যাব জানায়, গোপনে খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল রোববার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলার রামগতিরহাট বাজারের মীররোডের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়। ওয়ার্কশপের একটি কক্ষ অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড়খেরী ইউনিয়নের মুন্সীরহাট এলাকার কাঠ ব্যবসায়ী সফিউল আলম সফুর ছেলে মো. সাইফুদ্দিন (৪২) প্রায় এক বছর আগে রামগতিরহাট বাজারের মীররোডে ঘর ভাড়া নিয়ে ওই ওয়ার্কশপের কাজ শুরু করেন। উপজেলার চরগাজী ইউনিয়নের টাঙ্কির বাজারে তার আরও একটি ওয়ার্কশপ রয়েছে। রামগতিরহাট বাজারের ওয়ার্কশপটি তার ভাতিজা মো. রায়হান (২৮) পরিচালনা করছেন।ঘটনার পর থেকে সাইফুদ্দিন ও রায়হান দুজনই পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই ওয়ার্কশপটি দিনের বেলায় বন্ধ থাকতো। তবে রাতে এর ভিতরে কাজের শব্দ পাওয়া গেলেও ঠিক কী কাজ করা হতো তা তারা অনুমান করতে পারতেন না।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, তৈরি করা অস্ত্রগুলো চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তারা বিক্রি করতো।

তিনি বলেন, অভিযানকালে ওয়ার্কশপ থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, অস্ত্র আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত বাবুল ও আনোয়ারকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়