জেবা আফরোজ : [২] বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক বাড়ছে। সংক্রমণ হুহু করে ছড়িয়ে পড়তেই সচেতন পদক্ষেপ নিতে শুরু করছেন সাধারণ নাগরিক। সরকারি স্তরেও বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নিজের শ্যুটিং ইউনিটের কথা ভেবে ছবির শ্যুটিং বাতিল করলেন বলিউড স্টার শাহিদ কাপুর। জি নিউজ,এনডি টিভি,বাংলা নিউজ ১৮
[৩] ‘জার্সির ছবির শ্যুটিং আপাতত বাতিল করার কথা নিজেই নিজের টুইটার এর মাধ্যমে জানিয়েছেন শাহিদ কাপুর। টুইটারে লেখেন, ''এই পরিস্থিতিতে আমাদের সামজিক দায়বদ্ধতা থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। জার্সি টিমের তরফে আপাতত তাই শ্যুটিং পিছনো হলো, যাতে এই টিমের সদস্যরা তাদের পরিবারের সঙ্গে সুরক্ষিত থাকতে পারেন। সকলে দায়িত্ববান হন, সাবধানে থাকুন।''
[৪] এদিকে করোনার প্রকোপ এর কারণে বিদেশ সফর বাতিল করেছেন সালমান খান এবং হৃত্বিক রোশন। আগামী ১০ এপ্রিল থেকে শিকোগো, নিউ জার্সি, ডালাস, সান জোসে, ওয়াশিংটন এবং আটলান্টায় অনুষ্ঠান করার কথা ছিল হৃত্বিকের।
[৫] অন্যদিকে কিছু বলিউড ছবির মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছেন অক্ষয় কুমারের 'সূর্যবংশী', রণবীর সিংয়ের '৮৩'র মুক্তি। মহারাষ্ট্র সহ বেশকিছু রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত সিনেমাহল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।