অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ [২]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে 'মুজিবমঞ্চ'। আজকে শনিবার (১৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
[৩]তিনি বলেন, মুক্তমঞ্চের নামকরণ 'মুজিবমঞ্চ' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ছোট্ট ক্যাম্পাস, যা করার এখানেই করতে হবে। মূলত মুজিব বর্ষের প্রোগ্রাম সুষ্ঠুভাবে করার জন্যই মুজিব মঞ্চ করার জন্য।
[৪]জানা যায়, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য কোন উন্মুক্ত স্থান বা মুক্তমঞ্চ ছিল না। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে উন্মুক্ত একটি মঞ্চ স্থাপনের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করে। যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে মুক্তমঞ্চ স্থাপন করার নির্দেশ দেওয়া হয়।