শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংক্রমণের প্রকৃত তথ্য গোপন করছে সরকার, বললেন রিজভী

শিমুল মাহমুদ : [২] বিএনপির সিনিয়র যুগ্ম এ মহাসচিব বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, প্রাণঘাতী এই করোনা ভাইরাস নিয়ে সরকারের কোনো মাথাব্যথা ও দায়িত্ববোধ নেই। এই মুহূর্তে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। তা না হলে কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

[৩] রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময়ই যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। এখনো প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই জনগণের পাশে দাঁড়াবেন। ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে গণজমায়েত স্থগিত করে লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

[৪] তিনি বলেন, গতবছর সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়েছিল। আমরা সেসময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেসময় সরকারের লোকজন বললো, বিএনপি নাকি গুজব ছড়ায়। আমরা বলতে চাই, গুজব নয় বরং আপনাদের হুঁশিয়ার করে দিই। যেহেতু সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, সুতরাং তাদের প্রতি জনগণের কোনো আস্থাও নেই। আজকে দেশে গণতন্ত্র নেই বলেই তারা এসব করছে। তারা করোনা নিয়ে উদাসীন। আমরা তাদের কর্মকাণ্ডে উদ্বিগ্ন ও আতঙ্কিত।

[৫] শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলীয় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজভী। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট এলাকার সেজান পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারিস্ট বাংলাদেশ (এএবি)।

এসময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরফত আলী সপু, আয়োজক সংগঠনের নেতা রাশিদুল হাসান হারুন ও বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সাবেক নেতা নূরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়