শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমিরেটস এয়ারলাইন্স ইতালিতে সব ফ্লাইট স্থগিত করছে

লাইজুল ইসলাম: [২] দুবাই ও ইতালিতে এমিরেটস এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইটটি আজ শনিবার (১৪ মার্চ) রোম থেকে পরিচালিত হবে। গেল বৃহস্পতিবার (১২ মার্চ) ভেনিস, শুক্রবার (১৩ মার্চ) মিলান এবং বালোনা থেকে এমিরেটসের সর্বশেষ ফ্লাইট উড্ডয়ন করে।

[৩] দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রগামী সব যাত্রীসহ যেকোনো গন্তব্য থেকে আসা সবযাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। এমিরেটসের সকল যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দর থেকে ক্রমান্বয়ে থার্মাল স্ক্যানিংয়ের আওতায় আনার পরিকল্পনা চলছে।

[৪] এমিরেটস নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুবাই থেকে উড্ডয়নকারী ২৪৮টি উড়োজাহাজের প্রতিটিতে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম চালাচ্ছে। উচ্চমানের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। যা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস নিধনে কার্যকর।

[৫] সব আসনের হেড রেস্ট কভার পরিবর্তন, পড়ার সামগ্রী প্রতিস্থাপন, ভ্যাকুয়াম ক্লিনিংসহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের অতিরিক্ত উড়োজাহাজের কেবিনের সব এলাকা জীবাণুনাশক রাসায়নিকের সাহায্যে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।

[৭] কোনও ফ্লাইটে সন্দেহজনক করোনা ভাইরাস আক্রান্ত যাত্রী পাওয়া গেলে উড়োজাহাজে অতিরিক্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যার মধ্যে রয়েছে সব কেবিনে ডিফগিং, জীবাণুনাশকের সাহায্যে মিস্টিং, যাত্রীর নিকটবর্তী এলাকায় সব সিট কভার, কুশন ইত্যাদির প্রতিস্থাপন।

[৮] উড়োজাহাজে ব্যবহৃত জীবাণু প্রতিরোধী হেপা ফিল্টারের প্রতিস্থাপন এই কার্যক্রমের অন্তর্ভুক্ত।

[৯] ক্রয়কৃত টিকিটের ভ্রমণ তারিখ ৩১ মার্চ পর্যন্ত পরিবর্তন এবং রিইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় ফি তুলে নিয়েছে এমিরেটস। ৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কেনা সব টিকিটের ক্ষেত্রে ক্যানসেলেশন ও রিফান্ড ফি প্রত্যাহার করা হয়েছে।

[১০]সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে এমিরেটসের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়