শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় ৪ চীনা নাগরিক পর্যবেক্ষণে

ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এন-৫ মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত চার চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে আগামি ১৪ দিন পর্যন্ত তারা এই পর্যবেক্ষণে থাকবেন। বাংলা ট্রিবিউন

[৩] গোবিন্দগঞ্জের কাটাখালি ব্রিজ সংলগ্ন এন-৫ মহাসড়ক উন্নয়ন প্রজেক্টের অস্থায়ী ক্যাম্পের ভিতরে আলাদা কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

[৪] গত চারদিন ধরে তারা পর্যবেক্ষণে থাকলেও বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম।

[৫] তিনি বলেন,চীন থেকে বাংলাদেশে পৌঁছার পর তাদের কয়েক দফায় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তবুও ঝুঁকি এড়াতে ক্যাম্পের ভেতর আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয় তাদের। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ নজরদারিতে রাখছে চিকিৎসকরা।

[৬] তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসে (জিডিএইচ) পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া তাদের পর্যবেক্ষণে রাখার বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা এবং তাদেরকে নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়