সামিউল শাওন: [২] সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, রাখাইন রাজ্যে দুজন রোহিঙ্গা মুসলিম নারী নিহত হওয়ার একটি খবর প্রকাশ করায় প্রতিবাদ জানিয়ে কয়েক সপ্তাহ পর রয়টার্স ও স্থানীয় এক আইনপ্রণেতার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ৬৬ ধারায় মামলাটি করা হয়। ওই সংবাদে সেনাবাহিনীর হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে বলা হয়। রয়টার্স
[৩] ওই খবর প্রকাশের পর সেনাবাহিনী বলেছে, তাদের গোলাবর্ষণে ওই দুই নারী নিহত হয়নি কিংবা অন্যান্য মানুষ আহত হয়নি। তারা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে (এএ) দোষারোপ করেছে। তবে আরাকান আর্মি ঘটনার দায় অস্বীকার করেছে এবং সেনাবাহিনীকেই পাল্টা দোষারোপ করেছে। এ গোষ্ঠীটি রাখাইনে বৃহত্তর স্বায়ত্ত্ব শাসনের জন্য লড়ছে। ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে।
[৪] মিয়ানমারে সরকারের সমালোচকদের জেল দেওয়া হয়ে আসছে আইনটির এই ধারায় এবং অনলাইনে মানহানিও এর আওতায় বেআইনি। মানহানির সর্বোচ্চ সাজা ২ বছরের জেল।
[৫] পুলিশ লেফট্যানেন্ট কিয়াও থু বলেছেন, মামলাটির ব্যাপারে পুলিশ এখনো রয়টার্সের সঙ্গে যোগাযোগ করেনি। তবে তারা তা করবে।