শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ মিনারে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতকদের নিয়ে চলছে নবীন বরণ উৎসব

এস.ইসলাম জয় : [২] নবীন শিক্ষার্থীদের আগমন ও নতুন নতুন সৃষ্টি হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করতে যেয়ে শিক্ষার্থীরা অনেক বাধার সম্মুখীন হয়। অনেক ক্ষেত্রে তারা মৌলিক অধিকার টুকু পায় না। তারপরও তারা এগিয়ে চলে সমাজ বিনির্মাণের জন্য।

[৩]  আজ সোমবার সকাল ১০ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর উদ্যোগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রথম বর্ষের স্নাতকদের নিয়ে নবীন বরণ উৎসব চলছে।

[৪] নবীন বরণ উৎসব অনুষ্ঠানের আয়োজকরা জানান,শিক্ষার্থীদের ক্লাসরুম, শিক্ষক,সেমিনা- লাইব্রেরীতে পর্যাপ্ত বইয়ের সংকট। পরিবহনের জন্য বেকার বাস,থাকা জন্য হোস্টেল সংকট রয়েছে । অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার বলি স্কুল থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একের পর এক ফলাফল বিপর্যয়,ক্রাশ প্রোগ্রামে বিপর্যস্ত শিক্ষাজীবন। মৌলিক অধিকারের জায়গা থেকে সরিয়ে শিক্ষা ব্যবসায় পরিণত করার মধ্য দিয়ে আমাদের যতোটুকু শিক্ষার অধিকার ছিল তাও সংকুচিত করা হয়েছে।

[৫] আয়োজকরা আরও জানান ,কৃষক-শ্রমিক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার এত বছর পরও ও মানুষ একবেলা কম খেতে পারে। প্রতিদিন বাড়ছে ধর্ষণের মত ঘটনা। রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধা কেউই। দেশের সম্পদ লুটপাট, ব্যাংক কেলেঙ্কারি, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মত ভয়ঙ্কর উন্নয়ন জনগণের ঘাড়ে চেপে বসে আছে টাক্সের বোঝা।এই সময় চারপাশে তাকালে দেখব আমরা কেউ ভালো নেই। এক বন্ধাত্ব সময় আমরা পার করছি।

[৬]  অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অধ্যাপক আনু মুহাম্মদ, সামিনা লুৎফা নিত্রা,রাশেদ শাহরিয়ার প্রমূখ। বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়