শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় পাসপোর্টধারী বাংলাদেশিকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার

মেহেরুবা শহীদ: [২] ২৫ বছর বয়সী তরুণ রিপন দেবনাথ। ২০১৪ সালে অবৈধভাবে ঢাকা থেকে ভারতে এসে ঐ বছরেই ভারতীয় পাসপোর্ট গ্রহণ করেন তিনি। সেই পাসপোর্ট দিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে। সেখানে নিয়োগকারীদের নিপীড়নের শিকার হয়ে ভারতে পালিয়ে আসলে তাকে আটক করে পুলিশ। দ্য হিন্দু

[৩] ২০১৯ সালের আগস্টে রিয়াদে শ্রমিকের কাজ নেন তিনি। কিছুদিন পরেই নিয়োগকর্তাদের নিপীড়নের শিকার হন তিনি। তারা তার পাসপোর্ট কেড়ে নিয়ে অল্পকিছু খাবার দিয়ে একটি ঘরে আটকে রাখে। এমকি তাকে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিলো তাও তারা তাকে দেয়নি।

[৪] নিপীড়ন সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হন তিনি, সেখানকার কর্মকর্তারা তার কাছে ভারতের জরুরি পাসপোর্ট পেয়ে তাকে বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার জন্য টিকিট বুক করে দেন। এরপর বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] পুলিশ জানায়, ভারত এসে বিভিন্ন জায়গায় থেকেছেন তিনি। এর পর একটি জাল জন্মসনদ গ্রহণ করেন। তার পর একটি ড্রাইভিং লাইসেন্সও জোগাড় করে ফেলেন। অবশেষে হায়দ্রাবাদ এসে ঐ পাসপোর্টটি তৈরি করেন। যারা তাকে এসব তৈরিতে সাহায্য করেছে তাদেরকে ধরার চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়