শিরোনাম
◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই রাতে দুই রকম হাজারের মাইলফলক মেসি-রোনালদোর

রাকিব উদ্দীন : ফুটবল বিশ্বে বর্তমানে রাজত্ব করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদে। একই সাথে এ দুই তারকা চিরপ্রতিদ্বন্দ্বীও। বর্তমান ফুটবল বিশ্বকে শাসন করা এ দুই তারকা একই সাথে এমনভাবে এগিয়ে যাচ্ছেন কাউকেই পেছনে ফেলা সম্ভব না। গতকাল রাতে লা লিগায় ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক অর্জন করেছেন মেসি। অপরদিকে রোনালদো ছুঁয়েছেন ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ।

ক্যাম্প ন্যু’য়ে এক হালি গোল করে এইবারকে উড়িয়ে দিয়েছেন মেসি। গড়েছেন ১০০০ গোলে অবদান রাখার দুর্দান্ত এক রেকর্ড। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অবিশ্বাস্য এ মাইলফলক গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন মেসি। বার্সার হয়ে ৬২৫ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আর ২৬১ গোল করিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ৭০ গোলের পাশাপাশি ৪৫ গোলে সহায়তা করেছেন তিনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে মোট ৮৫৩ ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে ৩০৬ গোলে সহায়তা করার পাশাপাশি করেছেন ৬৯৫ গোল।

অপরদিকে স্পালের বিপক্ষে খেলতে নেমেই ১০০০তম ম্যাচে খেলার রেকর্ড গড়েন রোনালদো। গোল করে রাঙিয়েছেন নিজের ইতিহাস গড়া ম্যাচটি। রোনালদোর গোলেই ২-১ ব্যবধানের জয় তুলে নেয় জুভেন্টাস। পর্তুগিজ এ উইঙ্গার জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচে করেছেন ৯৯ গোল। পেশাদার ক্লাব ক্যারিয়ারে ৬২৬ গোল করেছেন ৮৩৬ ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়