রাশিদ রিয়াজ : অন্যান্য মার্কিন নেতা ও কর্মকর্তার মতই রিয়াদ সফরে এসে সৌদি সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমেরিকা সবসময়ই বিপদের সময় তার মিত্রদের পাশে থাকার দাবি করে এবং পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব সহযোগিতা করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রিয়াদের বিশেষ গুরুত্ব রয়েছে। আল-আরাবিয়া/পারসটুডে
সৌদি আরবে তিন দিনের সফরে পম্পেও সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিনা ফারহানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এসব বৈঠকে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলার বিষয়টিও প্রাধান্য পাবে।
মাইক পম্পেও বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানকে মোকাবেলার উপায় খুঁজে বের করার জন্যই তিনি রিয়াদ সফরে এসেছেন। বলেন, আমরা যেকোনো জায়গায় ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি কিন্তু ইরানকে অবশ্যই তার আচরণ পরিবর্তন করতে হবে।
সফরকালে সৌদিতে এক মার্কিন ঘাঁটিতেও পম্পেও যান এবং সেখানে নিয়োজিত সেনাদের ইয়েমেনে হুঁথি আক্রমণ সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন।