শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে নজীরবিহীন অভ্যর্থনা জানাতে প্রস্তুত ভারত

সালেহ্ বিপ্লব : ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংক্ষিপ্ত হলেও এ সফর হবে অত্যন্ত ঐকান্তিক। সফর শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট থেকে, প্রথমেই তিনি যাবেন আহমেদাবাদে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পকে যেভাবে স্বাগত জানানো হবে, তার নজির শুধু ভারত নয়, সারা পৃথিবীতেই নেই। আহমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানানো হবে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার নাম ‘নমস্তে ট্রাম্প'। সেই অনুষ্ঠানে দেশের সমৃদ্ধ ও বৈচিত্রময় সংস্কৃতির প্রদর্শনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হবে। এনডিটিভি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুপুরের মধ্যে আহমেদাবাদে পৌঁছে যাবেন। সেখান থেকে ‘নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে যোগ দিতে তিনি যাবেন মোতেরা স্টেডিয়ামে। বিমানবন্দর থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে আমরা আশা করছি বিপুল পরিমাণে মানুষ দাঁড়িয়ে থাকবেন। ট্রাম্প আশা করছেন, ৭০ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবেন।’

এখনও পর্যন্ত ২৮টি মঞ্চ তৈরি করা হয়েছে মাতোয়া স্টেডিয়ামে। সেই মঞ্চগুলি দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করবে। শিল্পীরা প্রতিটি মঞ্চে পারফর্ম করবেন।

রভীশ কুমার জানাচ্ছেন, রোড শোয়ে দেখানো হবে মহাত্মা গান্ধির জীবনকাহিনি। তিনি আরও বলেন, মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানটি হবে ‘হাউডি মোদি' অনুষ্ঠানটির মতোই।

মোতেরা স্টেডিয়াম থেকে ট্রাম্প আগ্রা যাবেন। তাজমহল পরিদর্শন করার পর দিল্লি যাবেন। দিল্লিতে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের সভা হবে। দেশের মাটিতে প্রথম হলেও নরেন্দ্র মোদী এর আগে ৪ বার বৈঠক করেছেন ট্রাম্পের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়