শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কিকে দুদকে তলব

সিরাজুল ইসলাম: ‘অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে নোটিশ দেয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস এ নোটিশ পাঠিয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, বুধবার ওই নোটিশ কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাউয়ারে এমজিএইচ গ্রুপের ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, ‘অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের’ অভিযোগের বিষয়ে ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে’ আনিস আহমেদ গোর্কির বক্তব্য ‘শ্রবণ ও গ্রহণ’ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।
“নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য হবে।”

অভিযোগের ক্ষেত্রে টাকার সুনির্দিষ্ট অংক বা কীভাবে পাচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দুদক দেয়নি।

এ বিষয়ে কথা বলতে বুধবার রাতে আনিস আহমেদকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এসএমএস করলেও কোনো সাড়া মেলেনি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একজন পরিচালক। জাহাজে পণ্য পরিবহন, খুচরো বিপণন, এয়ারলাইন্স রিজার্ভেশন, রিয়েল এস্টেট, পোশক, চা ও রাবার প্লান্টেশন, অটোমোবাইল, ব্যাংকসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এমজিএইচ গ্রুপের ব্যবসা।
বাংলাদেশে রেস্তোরাঁ চেইন নানদুজের ফ্রাঞ্চাইজি রয়েছে এমজিএইচ গ্রুপের হাতে। রেডিও ফূর্তি এ গ্রুপেরই একটি সহযোগী প্রতিষ্ঠান। সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়