রাশিদ রিয়াজ : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি জোর দিয়ে বলছেন তালেবান এখনো মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে। মার্কিন কংগ্রেশনাল প্রতিনিধির কাছে ঘানি এ অভিযোগ করেন। ইয়ন
সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের কোনো উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়ছে না ঘানির, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তা সোজা সাফটা বললেন তিনি।
প্রেসিডেন্ট ঘানি জানান, আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দেশটির ৯৪ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে এবং জনগণের নিরাপত্তা রক্ষায় তারা সক্ষম।
ঘানি এও বলেন সন্ত্রাসীরা শুধু আফগানিস্তান নয় এর মিত্র দেশগুলোর জন্যেও হুমকি।
আফগানিস্তান সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গত দুই দশক ধরে আফগান সরকার তা টেকসই করার জন্যে কাজ করছে বলে উল্লেখ করেন ঘানি।
আফগান প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রতিষ্ঠায় ও এর বিরুদ্ধে হুমকিগুলোর সঠিক মূল্যায়ন হওয়া জরুরি। এখনো যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানকে মধ্য ও দীর্ঘমেয়াদী অভিন্ন হুমকি মোকাবেলা করতে হচ্ছে।