শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণাঞ্চলের পাতা ফাঁদে পা দিলো না মধ্যাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিএসএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের শুরুতে দক্ষিণাঞ্চল ৪ উইকেটের বিনিময়ে ১১৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে একটু চমকে দিয়েছিলো। অনেকেই ভেবেছিলেন এতে করে সুবিধা নিতে পারবে শফিউলরা। কিন্তু না, দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৩৩০ রানের লিড নিয়ে দিন শেষ করে মধ্যাঞ্চল। দলের হয়ে সেঞ্চুরি হাঁকান নাজমুল হাসান শান্ত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানের মাথায় সাইফ হাসানকে হারায় মধ্যাঞ্চল। দলীয় ২১ রানে বিদায় হন আরেক ওপেনার আব্দুল মজিদও। তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন শান্ত ও রকিবুল হাসান। রকিবুলকে ৩৯ রানে থামিয়ে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপরে দ্রুতই বিদায় নেন মার্শাল আয়ুব, শুভাগত হোম ও মেহেদী হাসান মিরাজ।

এদিকে এক প্রান্তে টিকে থেকে শতক তুলে নেন শান্ত। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২২ রানে। শান্তর ইনিংসে আছে ১৫টি চারের মার। তার সাথে ক্রিজে আছেন উইকেটরক্ষক জাবিদ হাসান।

দিনশেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২০৯ রান। লিডের পরিমাণ ৩৩০ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে নাসুম ৩টি ও শফিউল ২টি উইকেট শিকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়