তিমির চক্রবর্ত্তী : শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, নতুন পঞ্জিকা অনুযায়ী এখন থেকে প্রতি বছর পহেলা ফাল্গুন হবে ১৪ ফেব্রুয়ারি। সূত্র: সময় টিভি
তিনি বলেন, পঞ্জিকা সৃষ্টি হয় গ্রহ-নক্ষত্র, দিনের বিচার করে। আমরা সূর্যকে মান্য করে সৌরিয়া পঞ্জিকা তৈরি করেছি। আর এই পঞ্জিকা যেন আমাদের জাতির সত্তার সঙ্গে ঋতুর সমন্বিত মিল হয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্যালেণ্ডারের সাথে মিলে য়ায়।
তিনি আরও বলেন, আমি মনে করি এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগের সঙ্গে সবাই একমত পোষণ করতে হবে এবং এটাকে সহনশীলভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানান।