শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত, নিরাপত্তাকর্মী হিসাবে পাকিস্তান নয়, বললেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

সেকেন্দার আলী, মালয়েশিয়া: মালয়েশিয়ায় নেপালের বদলে পাকিস্তান থেকে দেড় লাখ সিকিউরিটি নিয়োগের খবর উড়িয়ে দিলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চলতি মাসে আসতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত।

পাকিস্তান থেকে দেড় লাখ সিকিউরিটি নিয়োগের খবরে ব্যাপক আলোচনা শুরু হয় মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে। এমন খবরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি এজেন্টের খাওয়া ঘুম হারাম হয়ে যায়।  তবে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশী এজেন্টদের। এখন অপেক্ষার পালা চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে যৌথ ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে শ্রমবাজারের চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্রে জানিয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াছিন বলেন, নেপালই একমাত্র বিদেশি, যারা নিরাপত্তা প্রহরী হিসাবে নিযুক্ত হতে পারে।

মালয়েশিয়ায় পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা প্রহরী হিসাবে নিযুক্ত করতে পারে বলে পাকিস্তানের  একটি দৈনিকের প্রতিবেদনের জবাবে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে যে, মালয়েশিয়া পাকিস্তান থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ নিরাপত্তারক্ষী গ্রহণ করবে।

তবে এ ব্যপারে কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সাথে ইসলামাবাদের আলোচনা চলছে। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়