রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর এলাকায় বৃহস্পতিবার পরকিয়া প্রেমের কারণে এক সন্তানের জননী গৃহবধূকে নিয়ে এক যুবকের পালিয়ে যায়। এ ঘটনায় গ্রামের লোকজন গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে কোচাশহর বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী।
মোবাইল ফোনে সম্পর্ক তৈরী করে ওই উপজেলার দক্ষিণ শোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে লাজু মিয়া (৩০) পাশ্ববর্তী হরিপুর গ্রামের এক সন্তানের জননীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে গত ১ ফেব্রুয়ারি রাতে লাজু মিয়া ওই গৃহবধূকে নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
প্রায় দু’ঘন্টার সড়ক অবরোধের কারণে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনায়: তিমির চক্রবর্ত্তী