নিজস্ব প্রতিবেদক : লাতিন আমেরিকার ফুটবল মাঠে সৌরভ ছড়ানো ফুটবলার হার্নান বার্কোস ঢাকায় পা রেখেছেন। যিনি লিওনেল মেসির সঙ্গেও খেলেছেন আর্জেন্টিনা ফুটবল দলের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের হয়ে খেলার চুক্তি করতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্ট্রাইকার বার্কোস ঢাকায় এসে পৌঁছান।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত ‘এএফসি কাপে’ সরাসরি খেলবে বসুন্ধরা। এর জন্যই মূলত বার্কোসকে দলে টেনেছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া লিগের দ্বিতীয় পর্বের জন্যও তার সঙ্গে চুক্তি করা হবে। চুক্তির মেয়াদ হবে ১০ মাস। যার জন্য বার্কোস প্রতি মাসে পাবেন ২০ হাজার মার্কিন ডলার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে বার্কোস জানান, বাংলাদেশ সম্পর্কে খোঁজ নিয়েই তিনি এখানে এসেছে। সেই সঙ্গে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। ফুটবলের প্রতি এখানকার মানুষের যে ভালোবাসা সেটা আমাকে আকৃষ্ট করে।
হার্নান বার্কোস আর্জেন্টিনা জাতীয় দলে ২০১৩ সালে মেসির সঙ্গে খেলেছিলেন। আলবিসেলেস্তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে চারটি ম্যাচ খেলার সুযোগ পেলেও কোনো গোল করতে পারেননি তিনি।
৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার অবশ্য বিভিন্ন ক্লাবে খেলে খ্যাতি কুড়িয়েছেন। খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও, ক্রুজেইরোর জার্সিতে।