স্পোর্টস ডেস্ক : অজয় জাদেজা, বিনোদ কাম্বলির পর এবার আরেক ভারতীয় ক্রিকেটার বড় পর্দায় আসছেন। তারকা স্পিনার হরভজন সিংহকে দেখা যাবে ফ্রেন্ডশিপ ছবিতে। সম্ভবত এ বছরই মুক্তি পাবে ছবিটি। হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। কিন্তু ছবিতে তিনি রয়েছেন কিনা এখনও জানা যায়নি। ছবিটির পরিচালক জেপিআর ও শ্যাম সূর্য। ছবিতে হরভজনই মুখ্য চরিত্রে রয়েছেন। নির্মাতারা টুইটারে পোস্ট করেছেন ছবির পোস্টার। খবর : এবিপি আনন্দ।
ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট খেলেছেন হরভজন, পেয়েছেন ৪১৭ উইকেট। ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি। শেষ টেস্ট তিনি খেলেছেন ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সে বছরই মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম বলিউডে নাম লেখান বিনোদ কাম্বলি। ২০০২ সালে ‘আন্নার্থ’ মুভি দিয়ে রূপালি পর্দার যাত্রা শুরু করেন। এরপর ২০০৩ সালে ‘খেল’ সিনেমা দিয়ে নাম লেখান অজয় জাদেজা। ২০০৯ সালে ‘পাল পাল কি সাথ’ সিনেমায় জাদেজা ও কাম্বলি দুজনই অভিনয় করেন।। পরবর্তীতে ২০১৫ সালে একটি কান্নাড়ি ভাষার সিনেমায় অভিনয় করেন কাম্বলি। কিন্তু জাদেজা আর করেননি।