শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পা ঝিনঝিনে করণীয়

ডা. এম ইয়াছিন আলী : আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় হাত-পায়ে ঝিনঝিন বা অবশ-অবশ অনুভূত হয়। রোগীর ধারণা, রাতে একদিকে কাত হয়ে শুয়ে থাকলে একটু পর অন্য পাশের হাত ও পা ঝিনঝিন বা অবশ-অবশ অনুভূত হয়। এরপর শোয়া থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে স্বাভাবিক হয়ে যায়। এ কারণে রাতে ঘুমাতে অসুবিধাসহ কারও কারও ক্ষেত্রে হাতে কোনো জিনিস কিছু সময় ধরে রাখলে হাত ঝিনঝিন বা অবশ-অবশ মনে হয়। কিছুক্ষণ পর আর ধরে রাখতে পারে না। এমনকি মোবাইল ফোনে কথা বলার সময় বেশিক্ষণ মোবাইল ফোনটি কানে ধরে রাখতে পারে না।

বিভিন্ন কারণে আমাদের হাত-পায়ের ঝিনঝিন বা অবশ-অবশ অনুভূত হতে পারে। যেমন- আমাদের হাত ও পায়ের রক্ত চলাচল স্বাভাবিকের চেয়ে কম হলে যাদের সারভাইক্যাল স্পাইন বা ঘাড় এবং লাম্বার স্পাইন বা কোমরে নার্ভ বা স্নায়ুর ওপর চাপ লেগে থাকলে; শোবার বিছানা বেশি নরম হলে; এ ছাড়া কিছুু কিছু রোগের ক্ষেত্রে যেমন-সারভাইক্যাল স্পন্ডাইলোসিস, কার্পাল টানেল সিনড্রোম, লাম্বার স্পন্ডাইলোসিস, ভেরিকোজ ভেইন বা ডিপ ভেইন থ্রোম্বোসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়বেটিক নিউরোপ্যাথি, মটর-নিউরন ডিজিজ ইত্যাদি; ভিটামিন বা মিনারেলের অভাবজনিত কারণে সমস্যা হতে পারে।

আমরা অনেক সময় প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যাগুলো গুরুত্ব দিই না, যে কারণে রোগটি পরবর্তীকালে মারাত্মক আকার ধারণ করে, তখন রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন এবং কারণ নির্ণয় করে চিকিৎসা নিন।

লেখক : চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমণ্ডি ঢাকা। ০১৭৮৭১০৬৭০২

  • সর্বশেষ
  • জনপ্রিয়