শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন ◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেদ ঝরবে মাত্র পাঁচ মিনিটে!

মুসবা তিন্নি : শরীরে জমে যাওয়া মেদ ঝরানোর মতো প্রয়োজনীয় ঘাম ঝরানোর সময় অনেকেরই থাকে না। সেজন্য শরীরের ওজন হু হু করে বেড়ে যায়। মাঝে মাঝে ডায়েট করে মেদ নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করলেও সেই ডায়েট একনাগাড়ে মেনে চলাও কঠিন হয়ে পড়ে। - স্বাস্থ্য বার্তা

এমন সমস্যায় সুফল বয়ে অানতে পারে মাত্র পাঁচ মিনিট সময়। পাঁচ মিনিটের অভ্যাসে মেদ জমার পথে বাধা হয়ে উঠতে পারে। এককথায় একে বলে ‘দ’ হয়ে দাঁড়ানো। ব্যায়ামের পরিভাষায় স্কোয়াট। চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। এই সময় হাত দু’টো সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে শরীরের অনেকটা উপকার হয়। স্কিপিং, দৌড়ানো, হাঁটাহাঁটিতে পায়ের পেশীর যে উপকার হয়, স্কোয়াট তার অনেকটাই পুষিয়ে দেয়। কোমর ও পায়ের পেশীকে শক্তসমর্থ করে স্কোয়াট।

ফিটনেস বিশেষজ্ঞরা আরো বলছেন, শুধু পেশীর জোর বাড়ানোই এর একমাত্র কাজ নয়। টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন ক্ষরণে বিশেষ কার্যকর এই ব্যায়াম। যার ফলে পেশীর বৃদ্ধি ও ভর নিয়ন্ত্রণে থাকে। দীর্ঘ দিন ধরে এই ব্যায়াম অভ্যাসের ফলে কথায় কথায় পেশীতে টান, গাঁটে ব্যথা, একটু দৌড়ঝাঁপেই পেশীর ব্যথার মতো অসুবিধা দূর হয়। প্রতিদিন এমন ব্যায়ামে শরীর সারা দিন সতেজ তো থাকেই, সঙ্গে শরীরের কার্যক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। দেহের ভারসাম্য, গতিশীলতা সব কিছুকেই স্বাভাবিক করতে সক্ষম এই ব্যায়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়