শিরোনাম
◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেদ ঝরবে মাত্র পাঁচ মিনিটে!

মুসবা তিন্নি : শরীরে জমে যাওয়া মেদ ঝরানোর মতো প্রয়োজনীয় ঘাম ঝরানোর সময় অনেকেরই থাকে না। সেজন্য শরীরের ওজন হু হু করে বেড়ে যায়। মাঝে মাঝে ডায়েট করে মেদ নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করলেও সেই ডায়েট একনাগাড়ে মেনে চলাও কঠিন হয়ে পড়ে। - স্বাস্থ্য বার্তা

এমন সমস্যায় সুফল বয়ে অানতে পারে মাত্র পাঁচ মিনিট সময়। পাঁচ মিনিটের অভ্যাসে মেদ জমার পথে বাধা হয়ে উঠতে পারে। এককথায় একে বলে ‘দ’ হয়ে দাঁড়ানো। ব্যায়ামের পরিভাষায় স্কোয়াট। চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। এই সময় হাত দু’টো সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে শরীরের অনেকটা উপকার হয়। স্কিপিং, দৌড়ানো, হাঁটাহাঁটিতে পায়ের পেশীর যে উপকার হয়, স্কোয়াট তার অনেকটাই পুষিয়ে দেয়। কোমর ও পায়ের পেশীকে শক্তসমর্থ করে স্কোয়াট।

ফিটনেস বিশেষজ্ঞরা আরো বলছেন, শুধু পেশীর জোর বাড়ানোই এর একমাত্র কাজ নয়। টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন ক্ষরণে বিশেষ কার্যকর এই ব্যায়াম। যার ফলে পেশীর বৃদ্ধি ও ভর নিয়ন্ত্রণে থাকে। দীর্ঘ দিন ধরে এই ব্যায়াম অভ্যাসের ফলে কথায় কথায় পেশীতে টান, গাঁটে ব্যথা, একটু দৌড়ঝাঁপেই পেশীর ব্যথার মতো অসুবিধা দূর হয়। প্রতিদিন এমন ব্যায়ামে শরীর সারা দিন সতেজ তো থাকেই, সঙ্গে শরীরের কার্যক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। দেহের ভারসাম্য, গতিশীলতা সব কিছুকেই স্বাভাবিক করতে সক্ষম এই ব্যায়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়