শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোবি ব্রায়ান্টের মৃত্যুতে ক্রিকেট মহলেও শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক : গতকার রোববা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের ক্রীড়াঙ্গনে। বাদ যায়নি ক্রিকেটঅঙ্গনও। ক্রিকেট বিশ্বের তারকারা কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন টুইট করে বলেন, ‘সবার মতো, আমিও কোবি ব্রায়ান্ট এবং তার ১৩ বছর বয়সী মেয়ের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ, শোকার্ত এবং হতবাক হয়ে পড়েছি। তার পরিবার এবং স্বজনদের এই বেদনার্ত মুহূর্তে সমবেদনা জানানোছাড়া আর কিছুই বলার নেই। #আরআইপিকোবিব্রায়ান্ট।’

বিরাট কোহলি কোবি ব্রায়ান্টের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘এই সংবাদটা শোনার পর নিজেকে পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছে। হাঁটতে শেখার পর থেকেই তাকে নিয়ে অনেক স্মৃতি জমা আছে আমার। মুগ্ধ হয়ে দেখতাম বাস্কেটবল কোর্টে এই জাদুকর কিভাবে প্রতিপক্ষকে নিয়ে খেলতেন। জীবনটা সত্যিই খুব অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এই দুর্ঘটনায় তার মেয়েও নিহত হয়েছে, যা খুবই দুঃখজনক। সত্যিকারার্থেই হৃদয়টা ভেঙে গেছে আমার। তাদের আত্মা শান্তি পাক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা আমাদের।’

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কাগিসো রাবাদা টুইটারে লেখেন, ‘খুব দ্রুতই চলে গেলে। তবে তোমার অর্জন বেঁচে থাকবে অনন্তকাল। আরআইপি লিজেন্ড। #আরআইপিমাম্বা।’

ইনস্টাগ্রামে কোবি ব্রায়ান্টের একটা ছবি দিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে লিখেন, ‘আরআপি @কোবিব্রায়ান্ট এবং তোমার প্রিয় কন্যা জিয়ান্না। সারাজীবনই কোর্টে তোমার খেলাকে মনে পড়বে। তার পরিবারের প্রতি সমবেদনা।’

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস লিখেন, ‘ক্রীড়া বিশ্বে একজন সত্যিকারের কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। অপরপারে শান্তিতে থাকো প্রিয় কোবি এবং তার কন্যা। তার পরিবার-পরিজন এই কঠিন শোক সইবার শক্তি পাক এবং দ্রুত এই শোক কাটিয়ে উঠুক। #আরআইপিলিজেন্ড।’
পাকিস্তানের শোয়েব আখতার লিখেছেন, ‘আমরা একজন কিংবদন্তিকে হারালাম। আরআইপি কোবি ব্রায়ান্ট।’

ভারতের যুবরাজ সিং লিখেছেন, ‘কোবি ব্রায়ান্ট মৃত্যুবরণ করেছে, এটা শোনার পরই বিশাল এক ধাক্কা খেয়েছি। স্তব্দ হয়ে পড়েছি। তার মতো একজন গ্রেট বাস্কেটবল খেলোয়াড় মৃত্যুবরণ করলো! এটা আমাদের অনুভূতিতে আসা প্রয়োজন যে, জীবন কতটা অনিশ্চিত। আরআইপি লিজেন্ড।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়