শিরোনাম
◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ◈ ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এগিয়ে যাচ্ছে মানুষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মোহাম্মদ এ আরাফাত : প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যাচ্ছে চট্টগ্রামের শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্প। হালদা নদীর পাড়ের এ প্রকল্প থেকে দৈনিক প্রায় ৯ কোটি লিটার সুপেয় পানি পাবে নগরবাসী। এখন হয়তো অনেকে ভুলেই গেছেন, ২০০৫ সালেও এমনকি ঢাকা শহরেও বিরতিহীন পানি সরবরাহ ছিলো না। আমার মনে আছে ২০০৫ সালে যখন দেশে আসি তখন বিদ্যুতের পাশাপাশি পানিও সবসময় থাকতো না। এখন কিন্তু আর পানির সমস্যা নেই বললেই চলে। শেখ হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এ সমস্যাগুলো দূর হয়ে গেছে। ঢাকার অদূরে একটি পানি শোধনাগার ইতোমধ্যেই স্থাপিত হয়েছে। ভবিষ্যৎ পানির চাহিদা মাথায় রেখে ২০০৯ সালে আরও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিলো যেগুলো দ্রুতই বাস্তবে রূপ নিয়েছে। যেমন, রাজধানী ঢাকার নিত্যদিনের সুপেয় পানির চাহিদা মেটাতে চমৎকার একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার।

হিমালয় থেকে মাটির নিচ দিয়ে বয়ে চলা পানির একটি ধারা সাভারে তৈরি করেছে একটি সুবিশাল প্রাকৃতিক জলাধার। সাভারে সন্ধানপ্রাপ্ত ভূগর্ভস্থ এই পানির উৎস আগামী ৩০ বছরের সুপেয় পানির সরবরাহে যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রতিদিন প্রায় ১৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে ঢাকায় বসবাসরত মানুষদের জন্য। সর্বমোট ৪২ কি.মি. পাইপলাইন বসানো হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে মিরপুর ওয়াসায় এর সংযোগ স্থাপনের কাজ শেষ করে পানি সরবরাহ শুরু করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহ করতে ল্যাবরেটরি স্থাপন ও পানিতে আয়রনের পরিমাণ কমাতে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এছাড়াও পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার (ফেজ-১) এবং সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব) প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ২০১৯-এ। ঢাকা ওয়াসার নতুন এ দু’টি পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধনের ফলে দিনে আরও ৬০ কোটি লিটার বিশুদ্ধ পানি পেলো ঢাকাবাসী।

এ দুটি প্রকল্পের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীন রূপগঞ্জের গন্ধর্বপুরে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সবাইকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেন। এগিয়ে যাচ্ছে মানুষ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ শেখ হাসিনা। দিনবদলের নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার উন্নয়ন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়