শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কঠোর সমালোচনার জবাবে আইনমন্ত্রী বললেন, তাদের ভোট করার অভ্যাস নেই

আসাদুজ্জামান সম্রাট: মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ডেটাবেইসে অন্তর্ভুক্তির জন্য সময় বাড়াতে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০’ পাস হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের প্রস্তাবক্রমে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এ বিল পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ রুমিন ফারাহানা বলেন, যে দেশে আগের রাতে ভোট হয়, সে দেশে ভোটার তালিকা করে কী লাভ?

পাস হওয়া বিলে বলা হয়েছে, ভোটার দিবসের সঙ্গে মিল রেখে ভোটার তালিকা হালনাগাদের সময় ‘২ জানুয়ারি থেকে ২ মার্চ’ করা হয়েছে। এতে হালনাগাদের সময় ৩০ দিন থেকে বেড়ে ৬০ দিন করা হয়েছে।

বিলের ওপর আনা জনমত যাচাই–বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির দলীয় সাংসদ হারুনুর রশীদ ও রুমিন ফারাহানা চলমান নির্বাচনপ্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন।

হারুনুর রশীদ বলেন, দেশের নির্বাচনপ্রক্রিয়া কি এভাবেই চলতে থাকবে? সংসদে আসার আগেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রীতিমতো যুদ্ধ দেখে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব, প্রশাসন নীরব। এভাবে চলতে থাকলে আইন প্রণয়ন করে কী হবে? এসব বাদ দিয়ে যেভাবে ফ্রি স্টাইলে দেশ চলছে, সেভাবেই চলতে থাকুক।নির্বাচনী প্রচারে এই সংসদের মন্ত্রী–এমপিরাই আইন মানছেন না। আইন প্রণয়ন বাদ দিয়ে একদলীয়ভাবে দেশ চলতে থাকুক বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির সাংসদদের এসব বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির মুখেই এসব কথা মানায়। কারণ, তাদের ভোট করার অভ্যাস নেই। তারা ক্ষমতা দখল করে হ্যাঁ–না ভোট করেছিলেন। তাতেও সন্তুষ্ট হতে না পেরে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়ে নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের আয়োজন করেছিলেন। এখন বিএনপির দলীয় সাংসদেরা আইনের দীক্ষা দিচ্ছেন!

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনে প্রতিবছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ডেটাবেইসে অন্তর্ভুক্ত করে সারা দেশে সিডি আকারে প্রস্তুত করা অনেক কষ্টসাধ্য। এ জন্য সময় বাড়াতে বিলটি আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়