শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক আন্দোলনের মঞ্চ থেকে ভারত ভাগের ডাক দেয়া সারজিল ইমামের বিরুদ্ধে মামলা

দেবদুলাল মুন্না: তার বিরুদ্ধে ভারতের আসাম রাজ্য সরকারের অভিযোগ হলো, তিনি দেশদ্রোহী ও সাম্প্রদায়িক ।এ জন্য রোববার মামলা হয়েছে। খবর জি নিউজ ও আনন্দবাজারের।

ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে সারজিলকে বলতে দেখা যায়, ‘আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত। আসামে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। কয়েক মাসের মধ্যে সব বাংলাভাষীকে মারা হবে। যথেচ্ছ ভাবে তাঁদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তাই রেললাইন বিচ্ছিন্ন করে ভারত থেকে আসামকে আলাদা করতে হবে। পুরো না হলেও কয়েক দিনের জন্যে।’

তার বিরুদ্ধে এর আগে মামলা হয়েছে আলিগড়ে ১৬ জানুয়ারি। গত ৫ ডিসেম্বর দিল্লির শাহিনবাগে আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী নিয়ে ৬ ডিসেম্বর সিএএ বিরুদ্ধে লিফলেট বিলি করেন।

গত ১৬ জানুায়ির আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভায় রাখেন তিনি।

সারজিল ইমাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। একজন একটিভিস্ট ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জি নিউজকে গত শুক্রবার বলেন, তিনি অসাম্প্রদায়িক ভারতের জন্য লড়বেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়