দেবদুলাল মুন্না: তার বিরুদ্ধে ভারতের আসাম রাজ্য সরকারের অভিযোগ হলো, তিনি দেশদ্রোহী ও সাম্প্রদায়িক ।এ জন্য রোববার মামলা হয়েছে। খবর জি নিউজ ও আনন্দবাজারের।
ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে সারজিলকে বলতে দেখা যায়, ‘আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত। আসামে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। কয়েক মাসের মধ্যে সব বাংলাভাষীকে মারা হবে। যথেচ্ছ ভাবে তাঁদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তাই রেললাইন বিচ্ছিন্ন করে ভারত থেকে আসামকে আলাদা করতে হবে। পুরো না হলেও কয়েক দিনের জন্যে।’
তার বিরুদ্ধে এর আগে মামলা হয়েছে আলিগড়ে ১৬ জানুয়ারি। গত ৫ ডিসেম্বর দিল্লির শাহিনবাগে আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী নিয়ে ৬ ডিসেম্বর সিএএ বিরুদ্ধে লিফলেট বিলি করেন।
গত ১৬ জানুায়ির আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভায় রাখেন তিনি।
সারজিল ইমাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। একজন একটিভিস্ট ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জি নিউজকে গত শুক্রবার বলেন, তিনি অসাম্প্রদায়িক ভারতের জন্য লড়বেন।