দেবদুলাল মুন্না : এটি চালু হওয়ায় একটা ক্লিকেই এবার পুরোপুরি রূপ বদলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টের। এটি তৈরিতে সাহায্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল তাদের ওয়েব সাইটে এ তথ্য দেয়া হয়।
তবে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ক্ষেত্রেই গ্রাহকরা এ সুবিধা পাবেন। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করে তা সক্রিয় করতে হবে।
এর ফলে ব্যবহারকারী কোনো কিছু বার্তা, ছবি বা ভিডিও আড়াল করার জন্য ডার্ক মুড ব্যবহার করলে অন্য কেউ সেটি দেখতে পারবেন না।
এটি চালু করার পদ্ধতি হলো, প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।সেটিংসে চ্যাট অপশনে ক্লিক করুন। দেখবেন থিম বলে একটি অপশন দেখাবে ফোনে। এই থিম থেকেই ডার্ক অপশন বেছে নিতে হবে।