শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিসংশন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খালাস চেয়েছেন তার আইনজীবীরা

সিরাজুল ইসলাম : সোমবার সিনেটে তারা নথি জমা দিয়ে এ আবেদন জানান। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। রয়টার্স, বিবিসি, সিএনন
আইনজীবীরা এ অভিসংশনকে রাজনৈতিক, গণতন্ত্রের জন্য মারাত্মক আঘাত, দূরভিসন্ধিমূলক, আগামি নির্বাচনে ট্রাম্পের পরাজয় ত্বরান্তিত এবং গত নির্বাচনে জনগণের ভোটাধিকারের প্রতি অসম্মান জানানোর জন্য করা হয়েছে বলে দাবি করেন।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতদ্বন্ধী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ইউক্রেনকে চাপ প্রয়োগ এবং তার এই কর্মকাণ্ড নিয়ে কংগ্রেসের তদন্ত কাজে বাধা প্রয়োগের অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে গত বছরের ১৮ ডিসেম্বর অভিশংসিত করে।

বিচারের সময় সিনেটররা দিনে ছয় ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন দুই পক্ষের কথা শুনবেন। বিচারকাজ পরিচালনা করবেন দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস। ১৬ জানুয়ারি তিনি বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ১০০ জন সিনেটরকে জুরি হিসেবে শপথ করান। এর মধ্যে ৫৩ জন রিপাবলিকান ও ৪৭ জন ডেমোক্র্যাট। তাকে ক্ষমতাচ্যুত করতে জুরিদের দুই-তৃতীয়াংশের সমর্থন বা ৬৭ ভোট লাগবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বছরের ২৫ জুলাই ট্রাম্পের টেলিফোন আলাপচারিতা থেকে এই অভিশংসন প্রক্রিয়ার সূত্রপাত হয়। ফোনালাপের সময় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সেখানে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়