শিরোনাম
◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিসংশন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খালাস চেয়েছেন তার আইনজীবীরা

সিরাজুল ইসলাম : সোমবার সিনেটে তারা নথি জমা দিয়ে এ আবেদন জানান। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। রয়টার্স, বিবিসি, সিএনন
আইনজীবীরা এ অভিসংশনকে রাজনৈতিক, গণতন্ত্রের জন্য মারাত্মক আঘাত, দূরভিসন্ধিমূলক, আগামি নির্বাচনে ট্রাম্পের পরাজয় ত্বরান্তিত এবং গত নির্বাচনে জনগণের ভোটাধিকারের প্রতি অসম্মান জানানোর জন্য করা হয়েছে বলে দাবি করেন।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতদ্বন্ধী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ইউক্রেনকে চাপ প্রয়োগ এবং তার এই কর্মকাণ্ড নিয়ে কংগ্রেসের তদন্ত কাজে বাধা প্রয়োগের অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে গত বছরের ১৮ ডিসেম্বর অভিশংসিত করে।

বিচারের সময় সিনেটররা দিনে ছয় ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন দুই পক্ষের কথা শুনবেন। বিচারকাজ পরিচালনা করবেন দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস। ১৬ জানুয়ারি তিনি বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ১০০ জন সিনেটরকে জুরি হিসেবে শপথ করান। এর মধ্যে ৫৩ জন রিপাবলিকান ও ৪৭ জন ডেমোক্র্যাট। তাকে ক্ষমতাচ্যুত করতে জুরিদের দুই-তৃতীয়াংশের সমর্থন বা ৬৭ ভোট লাগবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বছরের ২৫ জুলাই ট্রাম্পের টেলিফোন আলাপচারিতা থেকে এই অভিশংসন প্রক্রিয়ার সূত্রপাত হয়। ফোনালাপের সময় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সেখানে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়