শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে অপহরণ মামলায় পুলিশ কনস্টেবলসহ ৩ জন গ্রেপ্তার

মাজহারুল ইসলাম : রংপুরে তোশারেফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম, বিপুল কুমার রায় (৪৩) ও সাইফুল ইসলামকে (৩৮) শুক্রবার রাতে গ্রেপ্তার করা করেছে। তবে অপহৃত তোশারেফকে এখনও উদ্ধার যায়নি।

জানা যায়, অপহৃত তোশারেফের বড় বোন সাজিয়া আফরিন বাদী হয়ে ১৬ জানুয়ারি রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল ইসলামহ ৬জনকে আসামি করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, একজন গৃহকর্মীর খোঁজে ১০ জানুয়ারি ঢাকার হাজীরবাগ এনায়েতগঞ্জ এলাকার বাসিন্দা তোশারেফ বাসে করে রংপুর রওনা হন। ১১ জানুয়ারি তিনি শহরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পুলিশ কনস্টেবল রবিউলসহ আরও কয়েকজন তোশারেফকে সেখান থেকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পুলিশ কনস্টেবল রবিউল তোশারেফের পূর্বপরিচিত।

মামলার এজাহার থেকে আরও জানা যায়, তোশারেফকে নিয়ে যাওয়ার পর তা ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ওইদিন কয়েকবার কথা বললেও তার একদিন পর তোশারেফের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তোশারেফের পরিবারের পক্ষ থেকে রবিউলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও অপহৃত তোশারেফকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ জানান, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।

একই ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, অপহৃত ব্যক্তি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। তবে এরজন্য কিছুটা সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়