শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে অপহরণ মামলায় পুলিশ কনস্টেবলসহ ৩ জন গ্রেপ্তার

মাজহারুল ইসলাম : রংপুরে তোশারেফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম, বিপুল কুমার রায় (৪৩) ও সাইফুল ইসলামকে (৩৮) শুক্রবার রাতে গ্রেপ্তার করা করেছে। তবে অপহৃত তোশারেফকে এখনও উদ্ধার যায়নি।

জানা যায়, অপহৃত তোশারেফের বড় বোন সাজিয়া আফরিন বাদী হয়ে ১৬ জানুয়ারি রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল ইসলামহ ৬জনকে আসামি করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, একজন গৃহকর্মীর খোঁজে ১০ জানুয়ারি ঢাকার হাজীরবাগ এনায়েতগঞ্জ এলাকার বাসিন্দা তোশারেফ বাসে করে রংপুর রওনা হন। ১১ জানুয়ারি তিনি শহরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পুলিশ কনস্টেবল রবিউলসহ আরও কয়েকজন তোশারেফকে সেখান থেকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পুলিশ কনস্টেবল রবিউল তোশারেফের পূর্বপরিচিত।

মামলার এজাহার থেকে আরও জানা যায়, তোশারেফকে নিয়ে যাওয়ার পর তা ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ওইদিন কয়েকবার কথা বললেও তার একদিন পর তোশারেফের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তোশারেফের পরিবারের পক্ষ থেকে রবিউলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও অপহৃত তোশারেফকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ জানান, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।

একই ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, অপহৃত ব্যক্তি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। তবে এরজন্য কিছুটা সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়