মহসীন কবির: ঢাকার দুই সিটি নির্বাচনের পেছানোর দাবির পর জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে বিকেল ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম। তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বিকেলে আলোচনায় বসবেন। বাংলানিউজ
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে। উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, হঠাৎ জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমাদের থাকতে বলা হয়েছে। এদিকে এদিন সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম।