সাইফুর রহমান : বৃহস্পতিবার দেয়া এক যৌথ বিবৃতিতে বিজেপি এবং সাবেক অভিনেতা পবন কল্যানের জনসেনা পার্টি জোট গঠনের ঘোষণা দেয়। এদিন অন্ধ্রপ্রদেশের বিজয়াওয়াদায় দু’দলের এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এই জোট গঠনের ফলে প্রদেশটিতে দু’দলেরই ভবিষ্যৎ অবস্থান সুসংহত হবে বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ইয়ন, দি হিন্দু, নিউজ১৮
জোট গঠনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসেনা প্রধান কল্যান বলেন, ‘আমরা ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করবো। বিজয়ের পর জনকল্যানের লক্ষেই তারা কাজ করবেন বলেও জানান কল্যান।এর আগে গত ১৩ জানুয়ারি দিল্লিতে কল্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা জে পি নদ্দা। দুই দলই তাদের প্রধান প্রতিপক্ষ ওয়াইএসআর কংগ্রেসকে পরাজিত করতে তৃতীয় বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে।
এদিকে, প্রাদেশিক রাজধানী অমরাবতী থেকে অন্যত্র সরিয়ে নেয়ার আগেকার প্রস্তাব বাস্তবায়নের লক্ষে দু’দর সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান জনসেনা প্রধান।