সুজিৎ নন্দী : শেখ কুদ্দস ক্যাসিনো কারবারে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার তাকে তলবি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ২১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাকে।
সূত্র জানায়, ক্যাসিনো ছাড়াও তার নামে বেনামে ঠিকাদারি, ডিএসসিসির দপ্তর বদলী, ঠিকাদার থেকে কমিশন নেয়াসহ বিভিন্ন অভিযোগ আছে। এ ব্যপারে শেখ কুদ্দসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেন নি।