শিউলী আক্তার : আগামী ১৭ তারিখা থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে দলগুলো। সেই প্রেক্ষীতে দক্ষিল আফ্রিকার নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বিশ্ববিদ্যালয় একাদশকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।
পচেফস্ট্রুমে শামিম হোসেনের সেঞ্চুরিতে সাত উইকেটে ৩৭৬ রানের পাহাড়সম সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪১.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
বাংলাদেশের হয়ে মাত্র ১৭ রান খরচায় চার উইকেট নেন হাসান মুরাদ। তিনটি উইকেট নেন রকিবুল হাসান।
নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান আসে ওপেনার সেবাস্তিয়ান রুইয়ানের ব্যাটে। এছাড়া ২৭ রান করেন ইবেন লোবার্ড।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সাত নম্বরে নামা শামিম করেন ৪১ বলে ১০১* রান। ইনিংসে ছিলো আটটি চার ও সাতটি ছক্কার মার। এছাড়া মাহমুদুল হাসান জয় ৬১, তৌহিদ হৃদয় ৫২ ও শাহাদাত হোসেন ৪২ রান করেন। এটা বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।