শিরোনাম
◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের প্রতি সহানুভূতিশীলরা তাদের প্রশ্রয়দাতা, অপরাধীদের পক্ষে তদবির অন্যায় বর্বর ধর্ষকের মৃত্যুদন্ড- চাই

পীর হাবিবুর রহমান : ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের প্রতি সহানুভূতিশীলরা তাদের প্রশ্রয়দাতা, অপরাধীদের পক্ষে তদবির অন্যায় বর্বর ধর্ষকের মৃত্যুদ- চাই। সিরিয়াল কিলার ও ধর্ষক রসুখার মতোই চেহারার মাদকাসক্ত ধর্ষক মজনু। এদের কঠোর শাস্তিই একমাত্র পথ। ধর্ষক, খুনি, দুর্নীতিবাজ ও রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীদের প্রতি যারা সহানুভূতি দেখায় তারা দেশপ্রেমিক নয়। তাদের প্রশ্রয়দাতা। যৌন নিপীড়ক, ধর্ষক, খুনি, দুর্নীতিবাজরা প্রতিবাদহীন সমাজেই দাম্ভিক বেপরোয়া হয়ে ওঠে। তাদের রুখতে সরকারই নয়, জনগণের প্রতিরোধ অনিবার্য। তাদের ঘৃণাভরে সামাজিকভাবে বয়কট না করলে, আইনের কঠোর শাস্তি দেয়া না গেলে এই সমাজ আলোকিত হওয়া দূরে থাক, নিরাপদ হওয়া দূরে থাক, অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের রক্ষায় যারা বিতর্ক করেন, প্রভাব খাটিয়ে তদবির করেন, তারা গণবিরোধী আইনবিরোধী কাজ করেন। এটা দায়িত্বশীলতা তো নয়ই, অপরাধকে সমর্থনদানের শামিল। আইনকে তার নিজ গতিতেই চলতে দেয়া উচিত। যদি কেউ অপরাধী না হয় তাহলে তার ভয় কিসের? আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়ে আসবে সম্মানের সঙ্গে। অপরাধ করে থাকলে তার পাই পাই শাস্তি ভোগ করবে, সভ্য দুনিয়ায় এটাই নিয়ম। কী বলেন আপনারা। জীবনে কখনো ষঢ়যন্ত্র বুঝিনি, প্রকাশ্যে জনসভায়, লেখায়, টকশোতে ধর্ষক, খুনি, দুর্নীতিবাজ, জঙ্গি, ব্যাংক, শেয়ারবাজার লুটেরা থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আজন্ম লড়েছি। দেশ ও সমাজের প্রতি এটা আমার নাগরিক ও পেশাগত দায়িত্ব। এজন্য সারাদেশের মানুষের হৃদয় নিঃসৃত ভালোবাসা যেমন পেয়েছি তেমনি দাম্ভিক অপরাধী থেকে তাদের অন্ধ পোষ্য কট্টর স্তাবক, চাকরবাকরদের কতো নোংরা আক্রমণের শিকার হয়েছি। দমে যাওয়া আমার চরিত্রে নেই। আমি বিশ্বাস করি সত্যের জয় অনিবার্য। সত্যের কাছে সব মিথ্যা ও দম্ভের করুণ পরাজয় নিশ্চিত। সাদাকে সাদা, কালোকে কালো বলুন। সমাজের অভিশাপ নির্বাসনে পাঠাতে সব অপরাধ ও অপরাধীকে প্রতিরোধ করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়