শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের প্রতি সহানুভূতিশীলরা তাদের প্রশ্রয়দাতা, অপরাধীদের পক্ষে তদবির অন্যায় বর্বর ধর্ষকের মৃত্যুদন্ড- চাই

পীর হাবিবুর রহমান : ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের প্রতি সহানুভূতিশীলরা তাদের প্রশ্রয়দাতা, অপরাধীদের পক্ষে তদবির অন্যায় বর্বর ধর্ষকের মৃত্যুদ- চাই। সিরিয়াল কিলার ও ধর্ষক রসুখার মতোই চেহারার মাদকাসক্ত ধর্ষক মজনু। এদের কঠোর শাস্তিই একমাত্র পথ। ধর্ষক, খুনি, দুর্নীতিবাজ ও রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীদের প্রতি যারা সহানুভূতি দেখায় তারা দেশপ্রেমিক নয়। তাদের প্রশ্রয়দাতা। যৌন নিপীড়ক, ধর্ষক, খুনি, দুর্নীতিবাজরা প্রতিবাদহীন সমাজেই দাম্ভিক বেপরোয়া হয়ে ওঠে। তাদের রুখতে সরকারই নয়, জনগণের প্রতিরোধ অনিবার্য। তাদের ঘৃণাভরে সামাজিকভাবে বয়কট না করলে, আইনের কঠোর শাস্তি দেয়া না গেলে এই সমাজ আলোকিত হওয়া দূরে থাক, নিরাপদ হওয়া দূরে থাক, অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। ধর্ষক, খুনি, দুর্নীতিবাজদের রক্ষায় যারা বিতর্ক করেন, প্রভাব খাটিয়ে তদবির করেন, তারা গণবিরোধী আইনবিরোধী কাজ করেন। এটা দায়িত্বশীলতা তো নয়ই, অপরাধকে সমর্থনদানের শামিল। আইনকে তার নিজ গতিতেই চলতে দেয়া উচিত। যদি কেউ অপরাধী না হয় তাহলে তার ভয় কিসের? আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়ে আসবে সম্মানের সঙ্গে। অপরাধ করে থাকলে তার পাই পাই শাস্তি ভোগ করবে, সভ্য দুনিয়ায় এটাই নিয়ম। কী বলেন আপনারা। জীবনে কখনো ষঢ়যন্ত্র বুঝিনি, প্রকাশ্যে জনসভায়, লেখায়, টকশোতে ধর্ষক, খুনি, দুর্নীতিবাজ, জঙ্গি, ব্যাংক, শেয়ারবাজার লুটেরা থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আজন্ম লড়েছি। দেশ ও সমাজের প্রতি এটা আমার নাগরিক ও পেশাগত দায়িত্ব। এজন্য সারাদেশের মানুষের হৃদয় নিঃসৃত ভালোবাসা যেমন পেয়েছি তেমনি দাম্ভিক অপরাধী থেকে তাদের অন্ধ পোষ্য কট্টর স্তাবক, চাকরবাকরদের কতো নোংরা আক্রমণের শিকার হয়েছি। দমে যাওয়া আমার চরিত্রে নেই। আমি বিশ্বাস করি সত্যের জয় অনিবার্য। সত্যের কাছে সব মিথ্যা ও দম্ভের করুণ পরাজয় নিশ্চিত। সাদাকে সাদা, কালোকে কালো বলুন। সমাজের অভিশাপ নির্বাসনে পাঠাতে সব অপরাধ ও অপরাধীকে প্রতিরোধ করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়