শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলার রায়, ধর্ষকের যাবজ্জীবন

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি মো. খোরশেদ মিয়া ওরফে খুইশ্যাকে (২৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষনা করেন।

পুলিশের এজাহার দাখিলের ছয় মাসের মাথায় এ রায় ঘোষনা করেছেন আদালত। এটিকে এ যাবৎকালের দ্রুততম সময়ে দেওয়া কোনো রায় বলছেন আইনজীবিরা।

জানা যায়, গত বছরের ৩ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা খোরশেদ মিয়া (২৩) প্রতিবেশী ছয় বছরের শিশুটিকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। পরে উপজেলার চোংড়াছড়ি এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে বিস্তারিত বললে তার মা বাদী হয়ে খোরশেদ মিয়াকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন।

পুলিশ ঘটনার তদন্ত করে ৪ জুলাই খোরশেদ মিয়াকে আসামি করে এজাহার দাখিল করেন। মামলায় দ্রুততম সময়ের মধ্যে ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত এ রায় দেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে খাগড়াছড়ির জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন বলেন, খুব অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। এ রায়ে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়