শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ইরানি বংশোদ্ভূত মার্কিনিসহ আটক অন্তত ৬০ ইরানি

ইয়াসিন আরাফাত : ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানায়, কানাডা সীমান্ত লাগোয়া ওয়াশিংটনের ব্লেইন এলাকার পিচ আর্চ সীমান্ত দিয়ে নিজ নিজ কাজ শেষে এসব ইরানি যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। সেখানে তাদের আটক করে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনী সিবিপি। শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর দুই পক্ষের হুমকি ও পাল্টা হুমকির মধ্যেই আটকের এই ঘটনা ঘটলো। নিউ ইয়র্ক টাইমস, মিডল ইস্ট আই

এদিকে কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) নামক এক সংস্থার বরাতে দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই জানায়, ইরানি পপ কনসার্ট উপভোগ করতে কানাডার ভাঙ্কুবারে গিয়েছিলেন ওই মার্কিন নাগরিকরা। কনসার্ট শেষে ফেরার পথে তাদেরকে আটক করে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটকের এই ঘটনার নিন্দা জানিয়েছে ইরানিয়ান আমেরিকান কম্যুনিটি সংগঠন। এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা হোদা কাতেবি বলেন, ‘যাদের আটক করা হয়েছে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। কোনো কারণ ছাড়াই মার্কিন নাগরিককে ১১ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখা এবং জিজ্ঞাসাবাদ আইনত অবৈধ।’

ওই বিবৃতির পর মার্কিন সীমান্তরক্ষী বাহিনী বলছে, ইরানি বংশোদ্ভুত হওয়ার কারণে এসব লোকজনকে আটক করা হয়নি। ওই সীমান্ত দিয়ে যেই আসুক তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। এটা সীমান্তরক্ষী বাহিনীর রুটিন কাজের অংশ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়