শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের চোখ উপড়িয়ে হত্যা

মুসবা তিন্নি : নাটোর শহরের চকরামপুরে অবস্থিত রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি (আরএসটিইউ) বিবিএ শেষ বর্ষের ছাত্র কামরুল ইসলামের চোখ উপড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল ইসলাম(২৫) হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ হবার একদিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে নাটোর সদর থানার পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হালসা গ্রামের জনৈক নুরুর ইসলামের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই ছাত্রের এক চোখ উঠানো অবস্থায় ছিলো।

নাটোর সদর থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কামরুল ইসলাম কে বা কাহারা ডেকে নেয়। এরপর আর বাড়ি ফিরেনি সে।

রবিবার সন্ধ্যায় স্থানীয়রা বাঁশ বাগানের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়