শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বস্তিতে কেন্দ্র, ডিসেম্বরেও জিএসটি আদায় ছাড়াল ১ লাখ কোটির অংক

রাশিদ রিয়াজ : চলতি অর্থবছরে ভারতে জিএসটির পাশাপাশি সরকারের প্রত্যক্ষ কর আদায়ও আশানুরূপ বাড়েনি। ফলে, প্রথম সাত মাসেই রাজকোষ ঘাটতির পরিমাণ পুরো বছরের বাজেট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। তবে নিম্নমুখী আর্থিক বৃদ্ধির মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারকে কিছুটা হলেও স্বস্তি দিল জিএসটি আদায়ের পরিসংখ্যান। গত নভেম্বরের মতো ডিসেম্বর মাসেও পরোক্ষ কর আদায়ের অংক ১ লাখ কোটি ছাড়াল। ২০১৯ সালের শেষ মাসে পরোক্ষ কর বাবদ সরকারি কোষাগারে ঢুকেছে ১ লাখ ৩ হাজার কোটি টাকা।

বুধবার কেন্দ্রীয় সরকার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৮ সালের ডিসেম্বর মাসের তুলের ২০১৯ সালের ডিসেম্বরে অভ্যন্তরীণ লেনদেন থেকে সরকারের জিএসটি খাতে রাজস্ব বেড়েছে এক ধাক্কায় ১৬ শতাংশ। আমদানি থেকে আয় করা সম্মিলিত জিএসটি (আইজিএসটি) ধরলে এক বছর আগের তুলনায় আয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৯ শতাংশ। গত ডিসেম্বর মাসে বিদেশ থেকে আমদানির অঙ্ক ছিল মাইনাস (-) ১০ শতাংশ। যদিও অক্টোবরে এর পরিমাণ ছিল মাইনাস (-) ২০।

২০১৭ সালের ১ জুলাই থেকে সারা দেশে নতুন পরোক্ষ কর ব্যবস্থা জিএসটি শুরু হওয়ার পর এই নিয়ে ন'বার মাসিক জিএসটি আদায় ১ লাখ কোটি টাকার গণ্ডি পার হল। আর চলতি অর্থবছরে সংখ্যাটা পাঁচ বার।

চলতি অর্থবছরে জিএসটির পাশাপাশি সরকারের প্রত্যক্ষ কর আদায়ও আশানুরূপ বাড়েনি। ফলে, প্রথম সাত মাসেই রাজকোষ ঘাটতির পরিমাণ পুরো বছরের বাজেট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে।

বিগত কয়েক মাস জিএসটি আদায় কম হওয়ায় রাজ্যগুলির ক্ষতিপূরণ প্রাপ্য দিতে গড়িমসি করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জিএসটি ক্ষতিপূরণের টাকা দিতে ভারতের কেন্দ্র সরকার দেরি করায় পশ্চিমবঙ্গ-সহ বহু রাজ্য কড়া সুরে অভিযোগ জানিয়েছে। রাজ্যগুলির অভিযোগ, তাদের মোট রাজস্বের ৬০ শতাংশই আসে জিএসটি থেকে। অর্থনীতির মন্দাজনিত কারণে এ বছর জিএসটি আদায় কম হওয়ায় আর্থিক সঙ্কটের মুখে তারা পড়তে চলেছে। টানা দু'মাস জিএসটি আদায় ১ লাখ কোটির অংক ছাড়ানোয় স্বভাবতই স্বস্তিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নীতি নির্ধারকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়