শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৫ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানালেন আসামের অর্থমন্ত্রী

সালেহ্ বিপ্লব : নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে উত্তপ্ত ভারতের বিভিন্ন রাজ্য। বিক্ষোভ চলছে আসামেও। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে বিজেপি,  শান্তি সমাবেশ করেছে আসামে। সমাবেশে বক্তব্য রাখেন বিজেপির উত্তর পূর্ব ভারতের প্রধান নেতা ও রাজ্য সরকারের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতের মুসলমানদের উপর আমরা কোনও ধরনের অত্যাচার হতে দেবো না। আপনিও বাংলাদেশে বাস করা হিন্দুদের উপর কোনও অত্যাচার হতে দেবেন না।’ কলকাতা২৪

নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে জনসভায় হিমন্ত বিশ্বশর্মা বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন না হয় সেদিকে সেই দেশের সরকারকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধন আইনে বলা হয়েছে, প্রতিবেশী মুসলিমপ্রধান দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে সেদেশে যাওয়া অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবেন।

তবে আসাম ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিক্ষোভকারীদের দাবি, এই আইনের বলে বাংলাদেশ থেকে বহু হিন্দু ভারতে প্রবেশ করবে। তাতে উত্তর পূর্বের স্থানীয় জনগোষ্ঠীর উপর প্রবল চাপ পড়বে।

এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারতে বিজেপির শীর্ষনেতা, আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কথা বললেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে। তিনি বলেন, তাদের এই রাজ্যে ১৯৭২ সাল থেকেই অনুপ্রবেশকারী ও শরণার্থীরা ভিড় করছে। তবে ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আর অনুপ্রবেশ হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়