শেখ সেকেন্দার, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমা শেষ হতে হাতেগোনা কয়েকদিন বাকি থাকার শেষ মুহূর্তেই দেশে ফেরা অনিশ্চিত অভিবাসীদের নিয়ে ইমিগ্রেশন বিভাগে হাজির হয়ে কার্যক্রম সম্পন্ন করলেন বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে।
ইতোমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশন করতে দেরি হওয়ার খবরে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সহযোগিতা করতে মাঠে নামে। অসহায় বাংলাদেশীদের জন্য একটি টিকিটের ডেটও যেনো শেষ না হয় তার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করলেন বাংলাদেশ হাইকমিশন।
শনিবার সকালে হাইকমিশনের উদ্যোগে দুটি বাসে করে পেরাক ও কুয়ান্তান ইমিগ্ৰেশনে হাজির হয়ে ১৮৮ জন বাংলাদেশির রেজিস্ট্রেশন করে। দুটি টিমের মাধ্যমে দেশে ফেরার সময় শেষ প্রান্তে এমন ৮৫ জন বাংলাদেশিদের নিয়ে পেরাক অভিবাসন বিভাগে যায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর (২)ফরিদ আহমেদ।
অপর একটি টিমের মাধ্যমে ৮৬ জনকে নিয়ে কুয়ান্তান অভিবাসন বিভাগের যায় হাইকমিশনের প্রথম সচিব (২) কাউন্সিলর হেদায়েতুল ইসলাম মন্ডল। এসময় কুয়ান্তান অভিবাসন বিভাগে উপস্থিত আরো ১৭ জনকে রেজিস্ট্রেশন করতে সহায়তা করা হয়।
রেজিস্ট্রেশন করতে আগত সবাইকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে চারটি ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়। রেজিস্ট্রেশন করতে আসা বাংলাদেশির মধ্যে এসময় তাদের মুখে হাসি দেখা যায়।
হাইকমিশন সূত্রে জানা গেছে, মান্যবর হাইকমিশনারের তাৎক্ষণিক নির্দেশনায় মালয়েশিয়া ইমিগ্রেশনের সাথে পরামর্শ করে দ্রুত স্পেশ্যাল পাস করানোর ব্যবস্থা করা হয়। সম্পাদনা : জেরিন মাশফিক