স্পোর্টস ডেস্ক : পুরোনো ঠিকানায় আবারো পাড়ি জমালেন সুইডিশ ফরোয়ার্ড জøাতান ইব্রাহিমোভিক। বয়স ৩৮ পেরিয়ে গেলেও পারফরম্যান্স এখনও কমেনি এ তারকার। ইউরোপের বড় বড় দলগুলো এখনও তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগছে, এটিই তার প্রমাণ। এবার ইতালিয়ান ক্লাব এসি মিলানেই পাড়ি জমালেন এ তারকা ফরোয়ার্ড।
ছয় মাসের চুক্তিতে এসি মিলানে যোগ দিয়েছেন সাবেক বার্সা স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিক। যদিও শর্ত অনুযায়ী, চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন, নাপোলি, বোকা জুনিয়র্স ইব্রাকে টানার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন মিলানেই। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে আসার পরের মৌসুমেই তাকে পাকাপাকিভাবে কিনে নেয় মিলান।
সিরি আ’র ক্লাব মিলান এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২ জানুয়ারি মেডিকেল সারতে ও সতীর্থদের সঙ্গে যোগ দিতে মিলানে আসবেন ইব্রাহিমোভিক।