আশরাফুল আলম খোকন, ফেসবুক থেকে: ত্রিশ লাখ মানুষকে যদি একজনের উপর একজন করে শোয়ানো হয়, তাহলে এর উচ্চতা হবে ৭২০ কিলোমিটার। যা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়ে ৮০ গুণ বেশি।
ত্রিশ লাখ মানুষকে যদি পাশাপাশি হাত ধরে দাঁড় করানো হয়, তাহলে এর দৈর্ঘ্য ১১০০ কিলোমিটার, যা টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্বের চেয়েও বেশি।
ত্রিশ লাখ মানুষের শরীরে রক্তের পরিমান ১.৫ কোটি লিটার, যা পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান।
এইসব কোনো পরিসংখ্যান না, এর মধ্যে লুকায়িত স্বাধীনতার জন্য একটা জাতির ত্যাগ ও বীরত্বের ইতিহাস।
দুঃখ শুধু এটাই, তবুও কিছু মানুষ এই স্বাধীনতার মর্ম বুঝবেনা। এখনো অন্তরে পাকিস্তান নিয়ে এইদেশে বসবাস করে। অনুলিখন : রাশিদ