সালেহ্ বিপ্লব : এই প্রথম রাজাকারদের তালিকা পূর্ণাঙ্গ করা সম্ভব হলো। মহান বিজয় দিবসের প্রাক্কালে সব রাজকারের নাম প্রকাশ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুল্লাহ হিল মারুফ জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজাকার তালিকা প্রকাশ করবেন।
সময়টিভি জানায় ৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১১ হাজার রাজাকারের নাম।
১. একাত্তরের রাজাকার বাহিনীর সদস্য হিসেবে যারা ভাতা নিয়েছে।
২. যাদের নামে অস্ত্র এসেছে।
৩. অস্ত্র আসা ব্যক্তিদের নাম-পরিচয়, ভূমিকাসহ যেসব তথ্য স্থানীয় প্রশাসন ও পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে ছিল।
৪. যারা রাজাকার হিসেবে পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছে।
এসব তথ্য ধরে করা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে অন্য ঘাতক বাহিনীর সদস্যদের তালিকাও প্রকাশ করা হবে বলে মন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি নতুন কোনো তালিকা নয়। রাজাকারদের তালিকা আগে থেকেই রয়েছে। রাজাকার হিসেবে যারা যারা ভাতা নিয়েছে, রাজাকার হিসেবে যাদের নামে অস্ত্র এসেছে, স্থানীয় প্রশাসনের কাছেও অনেক নাম রয়েছে, যারা রাজাকার হিসেবে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে-সেসব নাম জোগাড় করেই এই তালিকা আগে থেকেই ছিল। সেই তালিকা ধরেই প্রথম পর্ব প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে রাজাকারদের আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।