শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরুল কায়েসদের হারাতে মুশফিকদের দরকার ১৪৫ রান (সরাসরি)

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে টস জিতেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে চট্টগ্রামের অধিনায়ক রায়াদ এমরিতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুশফিক। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে চট্টগ্রাম। জয়ের জন্য মুশফিকদের দরকার ১৪৫ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সিমন্স ও ওয়ালটন। ৪৫ রানের এ জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেনি সেভাবে। সবার ছোটোখাটো রান মিলেই দলীয় সংগ্রহটা চ্যালেঞ্জিং পর্যায়ে গেছে। শেষদিকে মুক্তার আলীর ১৪ বলে ২৯  রানের ঝড়ো ইনিংসে এ পুঁজি পেয়েছে বন্দরনগরীর দলটা।

এছাড়া সিমন্স২৩ বলে ২৬, ওয়ালটন ১৮ বলে ১৮ এবং নাসির হোসেন ২৪ বলে ২৪ রান করেছেন। এর মাঝে ইমরুল কায়েস ১৪ বলে ১২ ও নুরুল হাসান ১৭ বলে ১৯ রান করেছেন। খুলনার হয়ে বল হাতে ৪টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক, শফিউল, শহিদুল ও আমিনুল। বাকি দুটি উইকেট এসেছিলো রান আউট থেকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস, নাসির হোসেন, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিত রুবেল হোসেন ও এনামুল হক জুনিয়র।

খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম, রাইলি রুশো, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, রাহমানুল্লাহ গুরবাজ, আমিনুল ইসলাম, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদি হাসান, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়