স্পোর্টস ডেস্ক : প্রথমদিনের উচ্ছ্বাস যেনো দ্বিতীয় দিনে আরো বাড়ছিলো। কিন্তু বেরসিক বৃষ্টিতে সেটা আর যুতসই হলো না। দশ বছর পর টেস্ট ক্রিকেট প্রত্যাবর্তন করেছে পাকিস্তানে। সে উৎসবে সামিল হতে গ্যালারিতে ছিলো জনাকীর্ণ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয়দিনে কখনো আলোর স্বল্পতা, কখনো বৃষ্টি এসব কারণে মাত্র ১৮ ওভার খেলা মাঠে গড়িয়েছে। প্রথমদিন ৬৮ ওভার খেলা হয়েছিলো। দ্বিতীয়দিন শেষে ৬ উইকেটে ২৬৩ রান তুলেছে সফরকারী শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিন এই ১৮ ওভারে শ্রীলঙ্কার কেবল একটি উইকেট ফেলতে পেরেছে পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদির বলে ৩৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নিরোশান ডিকভেলা।
ধনঞ্জয়া ডি সিলভা ১৩১ বল খেলে ৭২ রান নিয়ে রয়েছেন অপরাজিত। তার সঙ্গে দিলরুয়ান পেরেরা উইকেটে রয়েছেন ২ রান নিয়ে। দ্বিতীয় দিনে খেলা ১৮.২ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেট হারিয়ে ২৬৩। শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নিয়েছেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস এবং উসমান সিনওয়ারি।