আক্তারুজ্জামান : দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনুপস্থিত দেশের পোস্টার বয়। এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উৎসর্গকৃত আসর যেনো শুরুর আগেই রং হারিয়েছে। দল ও দলনায়ক পরিচিতি এবং ফটোসেশন অনুষ্ঠানে দেখা গেলো সেরকমই চিত্র। আসলে ভাগ্যে না থাকলে এমনটাই হয়। আইসিসির নিয়ম অমান্য করে নিষেধাজ্ঞায় থাকা সাকিবকে ছাড়া প্রথমবার শুরু হচ্ছে বিপিএল। ভক্তদের হতাশা তাই শুরুতেই দেখা গেলো।
‘স্ক্রিনশট দেখুন’ নামক একটি পাবলিক গ্রুপে ‘আকাশে অনেক তারার ভীড়ে, আমি তারে খুঁইজা পাইলাম নারে’ ক্যাপশন লিখে সাকিববিহীন অধিনায়কদের ছবিটা পোস্ট করেছেন। তাতে রিয়্যাক্ট এবং কমেন্টে নিজেদের হতাশার কথা জানিয়েছেন প্রায় ১২ হাজার ভক্ত। আরেক ভক্তের আক্ষেপ, যার জন্য বিপিএলের আগে কাড়াকাড়ি, যার জন্য বদলে গেলো বিপিএল, সেই সাকিবকে ছাড়াই আজ মাঠে গড়ালো বিপিএল।
পরিচিতি পর্ব ও ফটোসেশন অনুষ্ঠানে সাত দলের সেনাপতির মধ্যে উপস্থিত ছিলেন না একজন। তাছাড়া ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হওয়া মাশরাফি না থাকায় ফটোসেশনে গিয়েছিলেন মুমিনুল। ফলে একটু বেমানান ছিলো সবকিছু। দায়সারা মতো করেই যেনো চলছে সব। এমনটাই মনে করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করে এমনটাই দেখা গেলো।
বিপিএল মাঠে গড়ানোর প্রথম দিন টিকিট বিক্রির লাইনে ছিলো না কোনো ভীড়। মাঠের খেলাতেও এলোমেলো অবস্থা। সিলেটের দুই ব্যাটসম্যান ক্রিজে এসেছিলেন দুই রঙের হেলমেট। সেটা নিয়েও ফেসবুকে যথেষ্ট ট্রল করেছেন নেটিজেনরা।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিলো। দেশি শিল্পিদের চেয়ে বিদেশিদের বেশি গুরুত্ব দেয়া এবং সময় বেশি দেয়ায় ক্ষেপেছিলেন তারা। আর কৈলাশ খেরের নাম হিন্দিতে লেখায় আরো ক্ষিপ্ত হয়েছিলেন সবাই। এরপর ক্রিকেট তারকাদের মাঠে না এনে উদ্বোধন করাটাও কর্তৃপক্ষের উদাসীনতা বলে উল্লেখ করেছেন নেটিজেনরা।
এখন এতো অসামঞ্জস্য নিয়ে বিপিএল-এর বিশেষ আসর কতদূর যেতে পারবে সেটাই দেখার বিষয়।