শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : টেস্ট রিপোর্টের ভুলে ও অবহেলায় মায়ের গর্ভে শিশুমৃত্যুর অভিযোগে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নবজাতকের বাবা অ্যাডভোকেট ইউছুফ আলম মাসুদ।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সিনিয়র ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদীর আইনজীবী আবদুস সাত্তার বলেন, অবহেলাজনিত মৃত্যু এবং দুষ্কর্মে সহযোগিতার অভিযোগে তিনজনকে আসামি করে দণ্ডবিধির ৩০৪ (ক) ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি বলেন, সহকারী পুলিশ সুপার বা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মামলাটি তদন্তের নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে একজন নিরপেক্ষ স্ত্রী, প্রসুতি ও গাইনী রোগ বিশেষজ্ঞের মতামত এবং হাসপাতাল কর্তৃপক্ষের মতামতসহ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট ইউছুফ আলম মাসুদ বলেন, রোববার হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী এবং ডা. আফরোজা ফেরদৌস ও ডা. এ এইচ এম রকিবুল হকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। টেস্টের ভুল রিপোর্ট দিয়ে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে।

ডা. আফরোজা আল্ট্রাসনোগ্রাফী টেস্ট করানোর জন্য ম্যাক্স হাসপাতালে ডা. রকিবুল হকের কাছে পাঠিয়েছিলেন। রকিবুল হক টেস্টের রিপোর্ট ভুল দেওয়ায় নবজাতকের মৃত্যু হয়।

এর আগে গত ১ ডিসেম্বর ভুল চিকিৎসায় ১ বছর বয়সী শিশু মৃত্যুর অভিযোগ এনে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন মোহছেনা আক্তার ঝর্ণা নামে একজন। এই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিলেন সিভিল সার্জন। গত বছরের ২৮ জুন সাংবাদিক রুবেল খানের শিশু কন্যা চার বছর বয়সী রাইফা নামের এক শিশুর মৃত্যুর পর এই ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে আন্দোলন গড়ে উঠেছিলো। ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গত দেড় বছরে এ নিয়ে তিনটি শিশুর ‘অবহেলা ও ভুল চিকিৎসায় মৃত্যুর’ অভিযোগ উঠল। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়