শিরোনাম
◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাপক সাড়া মিলছে সরকারী স্কুলে ভর্তির অনলাইন আবেদনে

ওয়ালি উল্লাহ : সারাদেশের সরকারী স্কুলে নির্বিঘ্নেই চলছে (সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক) অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া। রাজধানীর ৩৯টিসহ সারাদেশের এমন ৩৪০টি সরকারী স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলেছে। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শেষ দিন হলেও এরই মধ্যেই বিভিন্ন শ্রেণীতে লটারি ও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ২১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থী। প্রথম শ্রেণীতে লটারির জন্য আবেদন করেছে ২০ হাজারেরও বেশি।

রোববার রাতে আবেদনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ও টেলিটক সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে। অধিদফতরের মাধ্যমিক শাখার কর্মকর্তারা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করতে হচ্ছে। তাই প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন নিয়ে কোন রকমের ঝামেলা পোহাতে হচ্ছে না। যেভাবে সাড়া মিলছে তাতে শেষ ছয় দিনে আবেদনের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি চলে যেতে পারে। অধিদফতর জানিয়েছে, গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। টেলিটকের নির্ধারিত ওযয়েবসাইটের (www. gsa. teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এবারও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি করা হবে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথম শ্রেণীতে ভর্তি হবে লটারির মাধ্যমে। এবার প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরিবর্তে অল্প কথায় বা এক কথায় উত্তর দেয়ার মতো প্রশ্ন থাকছে।

রোববার রাতে সারাদেশে আবেদনের সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, প্রথম শ্রেণীতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৪৭১ শিশুর। দ্বিতীয় শ্রেণীতে তিন হাজার ৮১৮ জন, তৃতীয় শ্রেণীর ভর্তিতে ৪১ হাজার ৫২১, চতুর্থ শ্রেণীতে পাঁচ হাজার ৫২৮ জন, পঞ্চম শ্রেণীতে ২৫ হাজার ১৯৫ জন, ষষ্ঠ শ্রেণীতে ৯৮ হাজার ৭৬১ জন, সপ্তম শ্রেণীতে তিন হাজার ৪১১ জন, অষ্টম শ্রেণীতে ছয় হাজার ২২৮ জন এবং নবম শ্রেণীতে
ভর্তির জন্য আবেদন করেছে ১২ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত মোট আবেদনকারী ২১ লাখ নয় হাজার ৩৪৫ জন।

অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম টুকু রোববার রাতে জানান, কোন বিড়ম্বনা ছাড়াই সুন্দরভাবে আবেদন প্রক্রিয়া চলছে টেলিটকের মাধ্যমে। ভাল সাড়া মিলছে। আগামী ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। সুত্র- জনকণ্ঠ। সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়