শিরোনাম
◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাপক সাড়া মিলছে সরকারী স্কুলে ভর্তির অনলাইন আবেদনে

ওয়ালি উল্লাহ : সারাদেশের সরকারী স্কুলে নির্বিঘ্নেই চলছে (সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক) অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া। রাজধানীর ৩৯টিসহ সারাদেশের এমন ৩৪০টি সরকারী স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলেছে। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শেষ দিন হলেও এরই মধ্যেই বিভিন্ন শ্রেণীতে লটারি ও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ২১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থী। প্রথম শ্রেণীতে লটারির জন্য আবেদন করেছে ২০ হাজারেরও বেশি।

রোববার রাতে আবেদনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ও টেলিটক সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে। অধিদফতরের মাধ্যমিক শাখার কর্মকর্তারা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করতে হচ্ছে। তাই প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন নিয়ে কোন রকমের ঝামেলা পোহাতে হচ্ছে না। যেভাবে সাড়া মিলছে তাতে শেষ ছয় দিনে আবেদনের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি চলে যেতে পারে। অধিদফতর জানিয়েছে, গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। টেলিটকের নির্ধারিত ওযয়েবসাইটের (www. gsa. teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এবারও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি করা হবে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথম শ্রেণীতে ভর্তি হবে লটারির মাধ্যমে। এবার প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরিবর্তে অল্প কথায় বা এক কথায় উত্তর দেয়ার মতো প্রশ্ন থাকছে।

রোববার রাতে সারাদেশে আবেদনের সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, প্রথম শ্রেণীতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৪৭১ শিশুর। দ্বিতীয় শ্রেণীতে তিন হাজার ৮১৮ জন, তৃতীয় শ্রেণীর ভর্তিতে ৪১ হাজার ৫২১, চতুর্থ শ্রেণীতে পাঁচ হাজার ৫২৮ জন, পঞ্চম শ্রেণীতে ২৫ হাজার ১৯৫ জন, ষষ্ঠ শ্রেণীতে ৯৮ হাজার ৭৬১ জন, সপ্তম শ্রেণীতে তিন হাজার ৪১১ জন, অষ্টম শ্রেণীতে ছয় হাজার ২২৮ জন এবং নবম শ্রেণীতে
ভর্তির জন্য আবেদন করেছে ১২ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত মোট আবেদনকারী ২১ লাখ নয় হাজার ৩৪৫ জন।

অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম টুকু রোববার রাতে জানান, কোন বিড়ম্বনা ছাড়াই সুন্দরভাবে আবেদন প্রক্রিয়া চলছে টেলিটকের মাধ্যমে। ভাল সাড়া মিলছে। আগামী ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। সুত্র- জনকণ্ঠ। সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়