শফিক ইসলাম : অবশেষে বাংলাদেশের ঘরে এলো আরো একটি সোনা। এসএ গেমসে টানা তিন দিন সোনা ছাড়াই দিন কাটে বাংলাদেশের। এবার মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। এ নিয়ে বাংলাদেশের ঘরে মোট সোনার সংখ্যা ৫টি।
গত বছর এসএ গেমসে সোনা জেতার পর কেঁদে আলোচিত হয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। পদক গ্রহণের সময় তার ডুকরে কাঁদার ভিডিও ভাইরাল হয়েছিল। আবারও পদকের মঞ্চে সবার ওপরে দাঁড়ানোর সুযোগ পেলেন তিনি। ৭৬ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে শ্রীলঙ্কার প্রিয়ান্থিকে হারিয়ে সোনা জয় করেন মাবিয়া।