ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করে প্রতিনিয়ত সাফল্যের অংশীদার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের দেরায় সাফল্যের আর একাট যোগ হলো গোল্ডেন ভিউ ট্রাভেল এন্ড ট্যুরিজম এলএলসি’র প্রথম শাখা।
বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবের পরে এবারে প্রথম দুবাইয়ে উদ্ভোধন হল গোল্ডেন ভিউ ট্রাভেল এন্ড ট্যুরিজম এল এল সি।
উদ্ভোধন অনুষ্ঠানে বক্তারা বলেন যথাযথ পরিশ্রম করলে যে সফলতা আসতে পারে ত্রাই প্রমান গোল্ডেন ভিউ ট্রাভেল এন্ড ট্যুরিজম এলএলসি।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির পরিচালক ফাহাদ আলী ফাহাদের সভাপতিত্বে ও মো. আমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়ার সহ-সভাপতি আয়ুব আলী বাবুল, প্রবাসী বাংলাদশি কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, মো. সাইফুদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী মীর আহম্মেদ, হাজী কামাল, আনছারুল হক আনছার, মিজানুর রহমান, মো. হানিফ সিকদার, হাছান আকতার, মো. আজিজুল করিম, মো. মঈনুদ্দিন, মো. আকবর বাদশা, মো. মাহাবুবসহ বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।